আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের ঘানি খেল জেলায় বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। শনিবার (০৩ অক্টোবর) এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খাগায়ানি জানিয়েছেন, বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এই হামলার জন্য তালেবানকে দায়ী করলেও তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান। গত দুই সপ্তাহে ৬৫০টি হামলা চালিয়েছে তালেবান।
খুলনা গেজেট/এআইএন