আফগানিস্তানের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) স্থানীয় সময় ভোর ৩ টার দিকে সীমান্তবর্তী খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান থেকে বেসামরিক বাড়ি-ঘরে বোমাবর্ষণ করা হয়েছে। খবর ইকোনমিক টাইমস।
এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদের বিমান হামলায় পাকতিকা প্রদেশ ও খোস্ত এলাকায় পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে।
এই মুখপাত্র আরও বলেন, তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এই বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর অযাচিত আক্রমণ বলে অভিহিত করেছে। তবে হামলা বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ও দেশটির পররাষ্ট্র দফতর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা বেড়ে যায় পাকিস্তানের। এ বিষয়ে ইসলামাবাদের দাবি, জঙ্গি গোষ্ঠীগুলো প্রতিবেশী দেশ থেকে নিয়মিত হামলা চালাচ্ছে।
খুলনা গেজেট/ এএজে