খুলনা, বাংলাদেশ | ১২ মাঘ, ১৪৩১ | ২৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০ জন
  মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ আর নেই
  সমালোচনার মুখে বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিত

আপা-ভাই ডাকায় দোষের কিছু নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গেজেট ডেস্ক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাদের স্যার-ম্যাডাম ডাকার কোনো বাধ্যবাধকতা নেই। ভদ্রতার খাতিরে অনেকে স্যার-ম্যাডাম ডাকেন। কিন্তু এটি বাধ্যতামূলক কিছু নয়। কেউ যদি আপা-ভাই ডাকেন, তাতে দোষের কিছু নেই। এতে মাইন্ড করারও কিছুই নেই। সরকারি চাকরিজীবীরা জনগণের সেবক—এই চিন্তা থেকেই কাজ করতে হবে।

এ বিষয়ে সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদের কথা মনে করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।’

সরকারি কর্মকর্তাদেরকে স্যার ডাকা নিয়ে দেশের সর্বমহলে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। এর সূত্রপাত স্যার না বলায় রংপুরের ডিসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুকের সঙ্গে ক্ষুব্ধ আচরণ করেছেন এমন অভিযোগ থেকে। এর প্রতিবাদে ওই শিক্ষক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও শুরু করেছিলেন। পরে অবশ্য ডিসি চিত্রলেখা নাজনীন দুঃখ প্রকাশ করে ওই ঘটনার ইতি টেনেছেন।

নেটিজেনদের অনেকেই বলছেন, জনগণ প্রজাতন্ত্রের কর্মচারীদের স্যার ডাকবে কেন? তাদের দাবি, সরকারি চাকরিজীবীরা জনগণের সেবক। জনগণ প্রজাতন্ত্রের মালিক। সরকারি চাকরিজীবীদের স্যার ডাকতে হবে কেন?

এদিকে, ১৯৯০ সালে সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা একটি আদেশ ওয়েব দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বলা আছে মৌখিক সম্বোধনে পুরুষকে স্যার এবং নারীকে ম্যাডাম বলা যেতে পারে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!