অবশেষে ভেস্তেই গেলো বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কার দেয়া কোয়ারেন্টাইন শর্ত সহ অন্যান্য শর্ত মেনে আপাতত শ্রীলঙ্কায় যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এসব কথা জানান। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নতুন করে সূচি পাঠানোর প্রস্তাব দিয়েছে বিসিবি।
নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলংকা বাংলাদেশের দেওয়া সব প্রস্তাবেই রাজি হচ্ছে। শুধু মানতে চাচ্ছে না একটা শর্ত। যেটা হলো কোয়ারেন্টাইন শিথিলের শর্ত। শ্রীলংকার নিয়ম অনুযায়ী, যেকোন ব্যক্তিকে শ্রীলংকা সফরে গিয়ে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোটেল থেকে বের হওয়া যাবে না। এই পরিস্থিতিতে তাই শ্রীলংকা সফর সম্ভব নয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বস বলেন, ‘শ্রীলংকা আমাদেরকে সফরের বিধি-নিষেধ নিয়ে একটি শর্ত পাঠিয়েছিল। আমরা সেটি পর্যালোচনা করে দেখেছি। সেখানে উল্লেখিত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না। ওদের জানানোর পর তারা সরকারের সঙ্গে আলোচনা করে।’
‘কিন্তু ওদের সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এটা মানতেই হবে। এই মুহূর্তে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না। লম্বা কোয়ারেন্টাইন শেষে ক্রিকেট খেলার জন্য ক্রিকেটারদের মানসিক অবস্থা থাকবে না। আর তাই আমরা এখন সফরে যেতে রাজি নই। পরিস্থিতি যখন ভালো হবে তখন আমরা নতুন করে সফর নিয়ে ভাববো।’
এর আগে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা বলেছিলেন, কোভিড টাস্কফোর্স থেকে আমরা যে বার্তা পাবো সেটাই বিসিবিকে পাঠাব। বিসিবি যদি টাস্কফোর্সের স্বাস্থ্য নির্দেশিকা মানতে প্রস্তুত না থাকে, তাহলে সিরিজটি আমাদের স্থগিত করতে হবে। সেক্ষেত্রে আগামী বছর বা পরের বছর এই সিরিজটি আয়োজনের চিন্তা করব।
যদিও এই সফরের জন্য পুরোদমে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় শীঘ্যই ঘরোয়া ক্রিকেট মাঠে ফিরবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
খুলনা গেজেট/এএমআর