আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভোজ্য তেল ব্যবসায়ীদের প্রতিনিধি দলের সঙ্গে আজ বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে এমনটা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, ভোজ্য তেলের বিষয়ে ১৫ দিন পর আবারও সবাই বসে নতুন দাম নির্ধারণ করা হবে। রমজান মাসের আগেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়বে নতুবা কমানো সম্ভব হলে কমানো হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারতের বড় সুবিধা হলো—তাদের ডিউটি স্ট্রাকচার আমাদের চেয়ে কম। আমরা যেখানে দিই ১৮ থেকে ২০ শতাংশ, সেখানে তারা দেয় ৫ শতাংশ। আমাদের এসব বিবেচনা করে দেখতে হবে। সেজন্য আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি—একটু সময় দিতে। আমরা আগামী ৬ ফেব্রুয়ারির পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াব, কমানোর প্রয়োজন হলে কমাব।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয়, তা করা হবে। আপাতত দাম বাড়ছে না, তাঁরা (ব্যবসায়ীরা) নিজেরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিলেন আমাদের না জানিয়ে। তাঁরা (ব্যবসায়ী) বলেছেন যে, সেটি কনসিডার (বিবেচনা) করবেন।’
খুলনা গেজেট/এনএম