বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত পর্যটন ভিসার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তবে মেডিকেল ভিসা চালু রয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার বিকেলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (আইআইএমসিএএ) প্রতিনিধিদলের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন হাইকমিশনার। রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশন কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করে প্রতিনিধিদলটি।
অনুষ্ঠানে ভিসা–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নজরে রাখছে ভারত। যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে করোনার নতুন নতুন ধরন দেখা দিচ্ছে। তাই পর্যটন ভিসার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি এখনই ভাবছে না ভারত। কারণ, এখন পর্যটন ভিসা চালু হলে শুধু ভারত নয়, যেসব দেশের লোকজন আসবেন, সেসব দেশও সমান ঝুঁকিতে পড়বে। তবে ভারতে গিয়ে চিকিৎসা নিতে মেডিকেল ভিসা চালু রয়েছে বলে তিনি জানান।
খুলনা গেজেট/কেএম