গত মার্চে মাত্র এক রাউন্ড হওয়ার পরই করোনার প্রকোপের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগের আসর। এরপর কয়েকবার টুর্নামেন্টটি পুনরায় শুরু করার ব্যাপারে আলোচনা করা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে নিতে পারেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (বিসিবি) নাজমুল হাসান পাপন বলেছেন, বিদেশে সফর করা গেলেও দেশে এখনো ক্রিকেট ম্যাচ আয়োজনের মতো পরিস্থিতি তৈরি হয়নি।
আর এ কারণেই শঙ্কার মুখে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ২০১৯-২০২০ মৌসুমের এই ক্রিকেট লিগে মাত্র এক রাউন্ড খেলা হওয়ার পরই করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। বাংলাদেশে যারা ঘরোয়া ক্রিকেট খেলেন তারা প্রতি বছর এই লিগের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু এই মৌসুমের ডিপিএলের খেলা হয়তো আর নাও গড়াতে পারে।
বিসিবি সভাপতি বলেন, ‘লিগ চালুর দুইটি পথ খোলা আছে। এক, যদি বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো হয়। দুই, যদি করোনার ভ্যাকসিন চলে আসে। এছাড়া আমি লিগ শুরু করার কোনো যুক্তি দেখি না। আমি ক্রিকেটারদের (ঘরোয়া ক্রিকেটার), আপনারা বিশ্বের পরিস্থিতি দেখুন। লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে। চলুন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। বিসিবি অবশ্যই খেলোয়াড়দের সব ধরনের সহযোগিতা করবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা খুবই কঠিন। এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশে সম্ভব। আপনি দেখেন আইপিএলের মতো খেলা ওরা ভারতে করতে পারছে না। ওরা বাইরে করবে, কিন্তু সেখানেও অনেক খেলোয়াড় আসতে পারবে না। কে কে আসতে পারবে নিশ্চয়তা নেই। আজকে আমি নেগেটিভ করে ২০-৩০ টা ছেলেকে নিয়ে শুরু করে দিলাম, কিন্তু খেলতে গিয়ে পজিটিভ হচ্ছে।’
খুলনা গেজেট/এএমআর