শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি মাসের ১৩ তারিখ পদত্যাগপত্র জমা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আসম ফিরোজ উল হাসান। তার লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ মার্চ) তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে সাময়িক দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবীর। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যে এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম. ফিরোজ-উল-হাসান-এর লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়াসহ এই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে ১৮ মার্চ বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি উপভোগ করবেন।
বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরদ্বয়কে দায়িত্ব হস্তান্তর/গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছ পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, আমার এ পথ চলায় দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে, এক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
প্রসঙ্গত, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখে পড়ে ১৩ মার্চ পদত্যাগপত্র জমা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আসম ফিরোজ উল হাসান।
খুলনা গেজেট/ এএজে