খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত বেড়ে ৫৬১, জরুরি অবস্থা জারি
  ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই: উপদেষ্টা আসিফ মাহমুদ

আন্দোলনরত শিক্ষার্থীদের বিনাখরচে আইনি সহায়তা দিচ্ছেন আবুল হোসেন অ্যাসোসিয়েটস

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে সদর থানায় পুলিশের দায়ের করা মামলার আসামি হওয়া ২৯ জন শিক্ষার্থীকে বিনাখরচে আইনি সহায়তা দিয়েছেন অ্যাডঃ মো. আবুল হোসেন অ্যাসোসিয়েটস। জামিনে বেরিয়ে আসার পর মামলার ধার্য দিনে রোববার (১৮ আগস্ট) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন ২৯ শিক্ষার্থী। তবে আজ তাদের মামলার নিষ্পত্তি হয়নি।

এর আগে, গত বৃহস্পতিবার ১৮ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের নামে সাতক্ষীরা সদর থানায় হওয়া মামলায় তাদের বিনামূল্যে এ আইনি সহায়তা প্রদান করেন আবুল হোসেন অ্যাসোসিয়েটস।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী ও আবুল হোসেন অ্যাসোসিয়েটস এর সদস্য অ্যাডভোকেট শহিদ হাসান বাবু জানান, জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং কোন ধরনের পারিশ্রমিক ছাড়াই তাদেরকে আইনি সহায়তা দিয়েছি। আজ যদি শিক্ষার্থীরা সফল না হতো তাহলে তাদের সাথে আমাদেরও জেলখানায় থাকতে হতো। আমরা তাদের মামলা লড়েছিলাম বলে বিভিন্ন হয়রানির শিকার হয়েছি।

তিনি আরো বলেন, এতদিন আমরা বাড়িতে থাকতে পারিনি, এমনকি আমাদের এড.আরিফুর রহমান আলোকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। অ্যাডভোকেট আবুল হোসেন এসোসিয়েটের পক্ষ থেকে তাদেরকে বিনাখরচে সবসময় আইনি সহায়তা দেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!