দেশের বিভিন্ন উপজেলার ৩৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।এর মধ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৭ই জুলাই ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধিমালা,২০১০ এর বিধি ১০ অনুযায়ী নিবার্চন কমিশন আগামী ১৭ই জুলাই অনুষ্ঠাতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিকট ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপিতে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ই জুন ,১৯শে জুন মনোনয়নপত্র বাছাই এবং ২৫শে জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৫শে জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ ইউনিয়নে ব্যলট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে তফসিল ঘোষণার পর থেকেই চেয়ারম্যান ও সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। উৎসব মূখর পরিবেশেই ভোট গ্রহণ হবে এমনটাই ধারণা করছেন সাধারণ ভোটাররা।