“পরিবর্তনশীল ও শান্তিপূ্র্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার” এই প্রতিবাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। এসময় আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আসাদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় ঝরে পড়া এবং বয়স্কদের বাধ্যতামূলক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতের আহবান জানান বক্তারা।
খুলনা গেজেট/এনএম