খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

‘সুস্থ পরিবেশ, স্মাট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহম্মেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা শিল্পকলা একডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন।

সভায় শব্দদূষণের বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের মতামত নেওয়া ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন করাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!