কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিযোগ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৮মার্চ) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় আয়োজন করা হয় ।
উক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন-নাহার-আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান, কলারোয়া থানার এসআই রওশন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত পাল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা অনিমা রাণী।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শাহানাজ পারভীন, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শামীমা খাতুন, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আনিছুর রহমান, অফিস সহায়ক শাহিনা খাতুন প্রমূখ।
আলোচনা সভার পূর্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের আলোচনা সভায় যুক্ত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক বিল্লাল হোসেন।