খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর : বিরোধীদের বর্জনের নির্বাচনে ভোট পড়ার হার কম

গেজেট ডেস্ক

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ফল প্রকাশ। এ নির্বাচন ঘিরে রোববার দিনভর খবরাখবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দ্য নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, আল–জাজিরা, টাইমস অব ইন্ডিয়ার মতো শীর্ষস্থানীয় সব সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশের নির্বাচনের চিত্র।

রোববার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে ৭ জানুয়ারি নির্বাচনে ভোট পড়ার নিম্ন হারের কথা। বলা হয়েছে, বিএনপিসহ বেশ কয়েকটি বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে এ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থাকা নিশ্চিত।

নির্বাচন নিয়ে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের শিরোনাম—‘দমন-পীড়ন ও বর্জনে বিপর্যস্ত বাংলাদেশের নির্বাচন, ভোট গ্রহণ চলছে’। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল কী হবে, তা আগেই অনুমান করা যাচ্ছে। মোটাদাগে বলতে গেলে, এটি একটি একতরফা নির্বাচন। ভোট নিয়ে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কম দেখা গেছে।

‘বিরোধীদের নির্বাচন বর্জনের পর বাংলাদেশে ক্ষমতায় থাকতে যাচ্ছেন শেখ হাসিনা’ শিরোনামে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে অন্তত ১৮টি নাশকতার ঘটনা ঘটেছে। তবে নির্বাচনের দিন পরিস্থিতি বলতে গেলে শান্তিপূর্ণ ছিল। মোটামুটি ৪০ শতাংশ ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। প্রধান বিরোধীদের নির্বাচন বর্জনের কারণে টানা চার মেয়াদে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পথ সুগম হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে কয়েক দিন ধরেই খবর প্রকাশ করে আসছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। তাদের আজকের শিরোনাম—‘বিরোধীদের বর্জনের নির্বাচনে ভোটের হার কম, গণনা চলছে’। আল–জাজিরা বলছে, রোববারের নির্বাচনে বেশির ভাগ বাংলাদেশিই ভোটদানে বিরত ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভোট পড়ার হার কম হবে। যদিও নির্বাচনকে বৈধতা দিতে নানা প্রচার চালানো হচ্ছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!