খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ১৪ বছর পূর্ণ

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছরে পূর্ণ করলেন বিশে^র অন্যতম সেরা অল রাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ২০০৬ সালের ঠিক এই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে একদিনের ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন সাকিব আল হাসান। তাই ৬ আগস্ট হয়তো বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বিশেষ দিন।

তখন হয়তো কেউই ভাবেইনি সেই সাকিব একদিন বিশ্বজয় করবেন! যদিও এই সময়টাতে খেলার সাথে কোন ভাবেই সংশ্লিষ্ট নন এই ক্রিকেট তারকা। ম্যাচ ফিক্সিংয়ের তথ্য গোপনের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন তিনি। এবার আরেকটি বিশেষ দিনের অপেক্ষা। আগামী ২৯ অক্টোবর বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ একটি দিন। এর কারণ একটাই। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞার শাস্তিমুক্ত হবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০০৬ অর্থাৎ আজ থেকে ঠিক ১৪ বছর আগে আন্তর্জাতিক মঞ্চে জন্ম হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তিন বছরের মধ্যে তিনি বসেন ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে, আরও দুই বছর পর আরোহণ করেন তিন ফরম্যাটেরই র‌্যাংকিংয়ের শীর্ষে। যা করতে পারেননি বিশ্বের আর কোনো ক্রিকেটার।
কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। যার প্রমাণ তিনি দিয়েছেন সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও। ব্যাট হাতে আসরের তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান করেছিলেন সাকিব। সঙ্গে ছিল বল হাতে এক ম্যাচে ৫ উইকেটসহ মোট ১১টি শিকার।

শুধু বিশ্বকাপ নয়, গত ১৪ বছর ধরেই নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন সাকিব। নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৪৯ বলে অপরাজিত ৩০ ও বল হাতে ৩৯ রান খরচায় ১ উইকেট শিকার দিয়ে শুরু। এখনও পর্যন্ত সফলতার সঙ্গে খেলেছেন ৩৩৮টি আন্তর্জাতিক ম্যাচ। একবারও বাদ পড়তে হয়নি অফফর্মের কারণে। টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৫৬ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ২৪ হাফসেঞ্চুরিতে সাকিবের ৩৮৬২ রান, ব্যাটিং গড় ৩৯.৪০। বল হাতে ইনিংসে ১৮ বার পাঁচ উইকেট ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার। দেশের একমাত্র বোলার হিসেবে দুইশ টেস্ট উইকেট পাওয়া সাকিবের বর্তমান শিকারসংখ্যা ২১০টি।

ওয়ানডে ফরম্যাটে ২০৬ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরি ও ৪৭ ফিফটিতে করেছেন ৬৩২৩ রান। ব্যাটিং ৩৭.৮৬, রান করেছেন ৮২.৭৫ স্ট্রাইকরেটে খেলে। একদিনের ক্রিকেটে বল হাতে ফাইফার নিয়েছেন ২ বার, মোট শিকার ২৬০ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৭৬ ম্যাচ খেলে ১৫৬৭ রানের পাশাপাশি ৯২ উইকেট দখল করেছেন তিনি।

নিষেধাজ্ঞার সময় শেষ হতে আরও দুই মাস বাকি। এর মধ্যেই করোনাভাইরাসের থাবায় অনুশীলনের সুযোগ একেবারেই হয়নি সাকিব আল হাসানের। যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সঙ্গে একরকম ‘ঘরবন্দি জীবন’ পার করছেন তিনি। তবে আর বেশিদিন এভাবে থাকছেন না বাঁহাতি অলরাউন্ডার। আগামী মাস থেকেই নেমে পড়তে চাইছেন অনুশীলনে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!