খুলনা, বাংলাদেশ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নাটোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে সেনাসদস্য নিহত, আহত ৬
  বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় নিহত ২

আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে প্রথম নারী সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী ও দেশটির সাবেক সাঁতারু ক্রিস্টি কভেন্ট্রি। সংস্থাটির ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী ও প্রথম আফ্রিকান সভাপতি হলেন ৪১ বছর বয়সী সাবেক এই অ্যাথলেট।

বৃহস্পতিবার (২০ মার্চ) গ্রিসে আইওসি’র নির্বাচনে প্রথম রাউন্ডে ৯৭ ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন দুইবারের অলিম্পিকস সোনা জয়ী কভেন্ট্রি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেনের হুয়ান আন্তোনিও সামারা ২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন।

আগামী ২৩ জুন অলিম্পিক দিবসে ক্রিস্টি কভেন্ট্রি স্থলাভিষিক্ত হবেন টমাস বাখের, যিনি ২০১৩ সাল থেকে আইওসির সভাপতির দায়িত্বে ছিলেন। আইওসির দশম সভাপতির দায়িত্ব নেওয়া কভেন্ট্রি অন্তত আগামী আট বছরের জন্য এই পদে থাকবেন।

সাবেক অলিম্পিয়ান কভেন্ট্রি অংশ নিয়েছেন সিডনি ২০০০ থেকে টানা পাঁচ আসরে। এর মধ্যে ২০০৪ এথেন্স অলিম্পিকে একটি সোনাসহ জেতেন ৩টি পদক, ২০০৮ বেইজিং অলিম্পিকে একটি সোনাসহ চারটি। দুটি সোনাই ছিল ২০০ মিটার ব্যাকস্ট্রোকে।

২০১৬ রিও অলিম্পিক খেলে যখন অবসর নেন, তখনো যৌথভাবে অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী নারী সাঁতারু ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি থেকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি নেওয়া কভেন্ট্রি খেলার ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন। ২০১৮ সাল থেকে জিম্বাবুয়ের যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!