খুলনা, বাংলাদেশ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি : মির্জা ফখরুল
  প‌বিত্র ঈদুল ফিতর আজ। আমা‌দের অগ‌ণিত পাঠক, দর্শক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে খুলনা গে‌জেট প‌রিবা‌রের পক্ষ থে‌কে শুভেচ্ছা। ঈদ মোবারক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

গেজেট ডেস্ক 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আইনজীবী আফরোজ পারভিন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার তাকেসহ নতুন ৪ জন প্রসিকিউটর নিয়োগ দিয়ে সাকুর্লার জারি করেছিল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসলিসিটর (জিপি-পিপি) মাহরুফ হোসেন। আজ তারই সই করা এক অফিস আদেশে সিলভিয়ার নিয়োগটি বাতিল করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (অ্যাডমিন) গাজী এম এইচ তামিমও বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আফরোজ পারভিন সিলভিয়া আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী হিসেবে আদালতে পরিচিত। জুলাই বিপ্লবসহ নানা ইস্যুতে তিনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সক্রিয় ছিলেন। কিন্তু তার পরও তিনি কীভাবে হাসিনা এবং তার দোসরদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যালেই প্রসিকিউটর নিয়োগ প্রাপ্ত হলেন, তা নিয়ে তোলপাড় শুরু হয়।

আওয়ামী লীগের আইনজীবীদের সঙ্গে তার বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মকাণ্ডের ছবিও সামনে আসতে থাকে। এমনকি তিনি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল হতে সদস্য পদে নির্বাচন করে ছিলেন বলেও জানা যায়। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাবিক বিষয় বিবেচনায় তার নিয়োগ বাতিল করা হয় বলে জানায় প্রসিকিউশন বিভাগ।

বৃহস্পতিবার নিয়োগ পাওয়া চার প্রসিকিউটর হলেন- আফরোজ পারভীন সিলভিয়া (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা), মো. মামুনুর রশীদ (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা), আব্দুস সাত্তার (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) ও এস. এম তাসমিরুল ইসলাম (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা)।

মন্ত্রণালয় এবং ট্রাইব্যাল সূত্র জানায়, তিনি কাদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!