মাগুরার শ্রীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০৯ আগস্ট) এঘটনায় ফুলতলা থানায় মামলা হয়েছে। শনিবার (০৮ আগস্ট) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হল- মাগুরার শ্রীপুর থানার বটিয়াখালী গ্রামের ফনে বিশ্বাসের পুত্র শুভদেব বিশ্বাস (২৫), সঞ্জয় বিশ্বাসের পুত্র সজিব বিশ্বাস (১৯), বরালিধা গ্রামের সুনীল সরকারের পুত্র সৌরভ সরকার (২০) এবং নারকোল গ্রামের মৃত বনি মোল্যা ছেলে শিবলু মোল্যা (৩২)।
পুলিশের সূত্র জানায়, শনিবার সন্ধ্যার দিকে ফুলতলার চৌদ্দমাইল এলাকার ইউনাইটেড ব্রিকস’র মালিক আবুল হাসান মোড়লের ব্যবসা প্রতিষ্ঠানের গাড়ির গ্যারেজ থেকে একটি পালসার মোটরসাইকেল (খুলনা মেট্রো ল-১১-৪৬০৬) চুরি হয়েছিল। গোপন সংবাদেরভিত্তিতে ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে শনিবার দিবাগত রাতে মাগুরার শ্রীপুরের বটিয়াখালী গ্রামের ফনে বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে চুরিকৃত ওই মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। একই সাথে চোর শুভদেব বিশ্বাস (২৫) কে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক সজিব বিশ্বাস, সৌরভ সরকার ও শিবলু মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। এসময় শিপলু মোল্যার বাড়ি থেকে অপর একটি চোরাই ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/এনএম/এআইএন