খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

আদালতে আত্মসমর্পণ বরখাস্ত হওয়া সেই ম্যাজিস্ট্রেট তাপসীর, জামিন মঞ্জুর

গেজেট ডেস্ক 

মানহানির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গণঅধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ই অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

এরপর গত ৮ই অক্টোবর ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালত তাপসী তাবাসসুম উর্মিকে ২৮শে নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়। তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!