সাতক্ষীরা শ্যামনগরে প্রশাসনের পক্ষ থেকে আশা ব্রিকস-২ নামের একটি ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে পৌছে উক্ত ইট ভাটায় তালা লাগিয়ে দেন।
জানা যায়, উচ্চ আদালতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় আশা ব্রিকস -২ নামের ইট ভাটা পরিচালিত হয়ে আসছে। তবে জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হওয়ায় নানাবিধ সমস্যার বিষয় উল্লেখ করে স্থানীয়রা গত কয়েক বছর ধরে ওই ইট ভাটাটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন ।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান আশা ব্রিকস কতৃপক্ষ উচ্চ আদালতের রিট আবেদন করে ইট ভাটা পরিচালিত করছিল। বিজ্ঞ আদালত রিটের মেয়াদ শেষ হওয়ায় স্থানীয় পরিবেশের জন্য ক্ষতিকর বিধায় তা বন্ধের নির্দেশ দেন।