নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বাহিনীটির ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতর এই আগুন লাগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘বিকেল সাড়ে ৪টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। এরপর আমরা ডামপিং শুরু করেছি।’
ইপিজেডের সহকারী পরিচালক হাসান শাহরিয়ার বলেন, ‘পলমল গ্রুপের হামজা ফ্যাশনের জন্য নির্মাণ কাজ করা হচ্ছিল। যে পাইপ লিকেজ হয়ে আগুনের ঘটনা ঘটেছে সেটা ইপিজেডের লাইন নয়। আমরা ধারণা করছি আগের কোনো পুরোনো লাইন হতে পারে। এ কারণে সময় লেগেছে। তিতাস কর্মকর্তা এসেছেন, তারা বিষয়টা দেখছেন।’
ইপিজেডের একটি কারখানার মেশিন অপারেটর মো. শামীম বলেন, ‘ইপিজেডের ভেতর দিয়া মোটা গ্যাসের পাইপ গেছে। ওই পাইপ ফাইট্টা আগুন লাগছে।’
খুলনা গেজেট/ আ হ আ