র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ মার্চ) খুলনায় র্যাব-৬ এর অধিনায়ক আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা, উপহার সামগ্রী ও নগদ টাকা তুলে দেন।
আত্মসমর্পণকৃত জলদস্যুদের উদ্দেশ্যে র্যাব-৬ এর অধিনায়ক মুহাম্মদ শাহাদত হোসেন বলেন, র্যাবের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০১৮ সালের ১ নভেম্বর সরকার সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। বর্তমানে সুন্দরবনে র্যাবের তৎপরতায় দস্যুতার ঘটনা অনেকাংশেই নিয়ন্ত্রণে। আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনবার্সিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সময় আত্মসমর্পণকৃত জলদস্যুদের পূনর্বাসনের লক্ষ্যে ঘর, দোকান, বাছুরসহ গাভী, জালসহ নৌকা, ইঞ্জিন চালিত নৌকা ইত্যাদি প্রদান করা হয়েছে। র্যাবের এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে। এতে সুন্দরবন অঞ্চলে প্রত্যেকটি মানুষ সুন্দর জীবনের পথে অগ্রসর হতে অনুপ্রাণিত হবে।
তিনি আত্মসমর্পনকৃত জলদস্যুদের সাথে কুশলাদী ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি কয়েকজন আত্মসমর্পণকারীর ব্যক্তিগত সমস্যার কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ প্রদান করেন।
খুলনা গেজেট/এএজে