ফুলতলা উপজেলার গিলাতলা ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত না করার দাবিতে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর আটরা গিলাতলা ইউনিয়ন রক্ষা সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার রাত ৮ টায় শিরোমণিস্থ কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন নাগরিক কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোল্যা সোহরাব হোসেন, কাজী আজাদুর রহমান হিরোক, মো. হুমায়ুন কবির, বাবুল আকতার, রিয়াজ উদ্দীন, শেখ শাহিন রহমান, বাবুল রেজা, মীর আব্দুর রউফ, মোঃ আরিফ হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ ফুলতলা উপজেলার মধ্যে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন গুরুত্ব পূর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নে প্রায় ৮০ হাজার মানুষের বসবাস এবং প্রায় ৪২ হাজার ভোটার। ইউনিয়নের অধিকাংশ মানুষ পাটকল শ্রমিক ও কৃষি কাজের উপর নির্ভরশীল। অত্র অঞ্চলের সরকারী ও ব্যক্তিমালিকানাধীন পাটকল বন্ধ। প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষকরা ফসলের জমিতে চাষাবাদ কাজ ব্যহত হচ্ছে। ফলে ইউনিয়ন এলাকার অধিকাংশ মানুষই বেকারত্ব জীবন যাপন করছে। ইউনিয়নের ৭০ ভাগ মানুষ বর্তমানে দারিদ্র সীমার নিচে বসবাস করছে।
ফলে খুলনা সিটি কর্পোরেশনের অন্র্তভূক্ত হলে ৭০ ভাগ মানুষ কর্পোরেশনের অতিরিক্ত কর, খাজনা, হল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি দেয়া কঠিন হয়ে পড়বে।
খুলনা গেজেট/কেএম