দীর্ঘ আটমাস ১২দিন পর গ্রেপ্তার করা হয়েছে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার খলিসাকুন্ড গ্রামের মিলন হত্যা মামলার একমাত্র আসামি জুয়েলকে। শুক্রবার (৭ মে) রাতে পিবিআই ঝিনাইদহের একটি টিম শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জুয়েল কুষ্টিয়া জেলার বলরামপুর গ্রামের মৃত মোতালেব ফকিরের ছেলে।
২০২০ সালের ২৭ জুলাই সন্ধ্যায় উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানিপুর বাজারে প্রকাশ্যে মিলনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জুয়েল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওইদিন রাতে মিলনের বাবা জুয়েলকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেণ। নিহত মিলন উপজেলার খলিসাকুন্ড গ্রামের ইছাহাক আলীর ছেলে।
এদিকে ঘটনার পর মামলাটির তদন্তভার দেওয়া হয় ভবানিপুর পুলিশ ক্যাম্পের তৎকালিন ইনচার্জ এস আই রফিকুল ইসলামকে। একাধিক পুলিশি অভিযানের পরও আসামি গ্রেপ্তার না হওয়ায় পরে মামলাটি তদন্তের জন্য ঝিনাইদহ পিবিআইকে হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঝিনাইদহের উপ-পরিদর্শক হাসান আলী আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদফা পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। পরে শুক্রবার রাতে ঝিনাইদহ শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এস আই