মালয়েশিয়াগামী হাজার হাজার শ্রমিক ফ্লাইটের অপেক্ষায় মানবেতর সময় পার করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভুক্তভোগী যাত্রীরা জানান, বিভিন্ন ট্রাভেল এজেন্সির দালালদের কথায় টিকিট ছাড়াই শুক্রবার ভোর থেকে তারা অপেক্ষা করছেন বিমানবন্দরে।
বিমানবন্দরের বহির্গমন ড্রাইভওয়েতে ফ্লাইটের অপেক্ষায় থাকা যাত্রী জহিরুল ইসলাম বলেন, রাজধানীর বামনী এলাকার জেজি আল এজেন্সির দালাল হারুনের কথায় টিকিট ছাড়াই বিমানবন্দরে এসেছি। ভোর থেকে অপেক্ষা করছি।
কয়েকজন জানান, দুপুর ১টায় বিমানের একটি ফ্লাইটে তাদের মালয়েশিয়া পাঠানোর কথা ছিল। কিন্তু বিকেল সাড়ে ৪টায়ও ওই দালালের কোনো খবর নেই, টিকিটও দেননি। এ অবস্থায় মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়েছে পড়েছে।
ভুক্তভোগী জহিরুল জানান, তার সঙ্গে বিমানবন্দরে এসেছেন আরও চারজন। তারা হলেন- আরোজ, রাজু আহমদ, রহমান ও মারুফ ইসলাম। দালাল তাদের প্রতেকের কাছ থেকে ৫ লাখ ৪০ হাজার করে টাকা নিয়েছে। টিকিট দিয়ে আরও ৬০ হাজার করে টাকা নেওয়ার কথা রয়েছে। তারা সবাই ঝিনাইদহের কালিগঞ্জের বাসিন্দা।
বিমানবন্দরে মালয়েশিয়াগামী আরেক যাত্রী মাদারীপুরের এনামুল জানান, তিনি এসেছেন রাত ৮টায়। টিকিট না থাকার কারণে টার্মিনালের ভেতর ঢুকতে পারছেন না। টেলিফোনে দালালের সঙ্গে যোগাযোগ হলে শুধু বলছেন- অপেক্ষা করেন, টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। এ অবস্থায় মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বিমানবন্দরে ঘুরে দেখা গেছে, ফ্লাইটের অপেক্ষায় সেখানে মালয়েশিয়াগামী হাজারো যাত্রী মানবেতর সময় পার করছেন।
বিশেষ ফ্লাইট: এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালের অনুরোধে মালয়েশিয়াগামী বাড়তি একটি ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের কর্মকতারা জানান, বিজি ৩০৮২ ফ্লাইট পরিচালনার জন্য বেবিচক থেকে অনুমতি নেওয়া হয়েছে। রাত ৮টায় বিমানবন্দর থেকে ২৭১ জন যাত্রী নিয়ে বিমানের বাড়তি এ ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিমানের ওই কর্মকতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মালয়েশিয়াগামী এ ফ্লাইটের ভাড়া হচ্ছে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা।
বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল মাসুদ খান জানান, মালয়েশিয়াপ্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে ঢাকা-কুয়ালালামপুর রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।
শুক্রবার (৩১ মে) সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে মালয়েশিয়ায়গামী তিনটি ফ্লাইট। রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও চারটি। এসব ফ্লাইটে যেতে পারবেন দেড় হাজার কর্মী।
সরকারিভাবে যারা মালয়েশিয়ায় ওয়ার্কার ভিসা (কর্মী ভিসা) পেয়েছেন তাদের এ বছরের ৩১ মের মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে দেশটির সরকার। ১৬ মে পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি সবাইকে জানায়। তবে বাংলাদেশে অবস্থানরত অনেক প্রবাসীকর্মী এ কথা জানতেন না। মে মাসের ২০ তারিখের পর বিষয়টি জানাজানি হলে মালয়েশিয়ায় যাওয়ার হিড়িক পড়ে। এতে ফ্লাইটের সংকট দেখা যায়। এ অবস্থায় অনেক প্রবাসীর মালয়েশিয়া যাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
খুলনা গেহজট/কেডি