খুলনা, বাংলাদেশ | ২৯ মাঘ, ১৪৩১ | ১২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার আরও ৬০৭
  কর্মকর্তা প্রত্যাহারে বাংলাদেশ ব্যাংকের অভিযুক্তদের অনুসন্ধান-তদন্ত বিঘ্নিত হবে না: দুদক

আজ ‘প্রমিস ডে’, যে কারণে পালিত হয় দিনটি

লাইফ স্টাইল ডেস্ক

ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব মাতবে প্রেমে। ভালোবাসা দিবস ছাড়াও এই মাসে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু দিবস। আর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তো উদযাপিত হচ্ছে ভ্যালেন্টাইন উইক বা ভালোবাসার সপ্তাহ।

চলছে ভালোবাসার সপ্তাহ। ভ্যালেন্টাইনস ডে’র আগে এক সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন স্পেশ্যাল দিন। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডের পর আজ শুরু প্রমিস ডে।

প্রমিস বলতে কথা দেওয়া বা প্রতিজ্ঞা করাকে বোঝায়। মূলত ভালোবাসার সম্পর্ক মজবুত করতেই এই দিনটি পালন করা হয়। এই দিন প্রিয় মানুষকে প্রতিশ্রুতি জানান যুগলরা। চলমান সম্পর্ক নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। টানাপোড়েন ভুলে সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতির জন্য এটি একটি ভালো দিন। পশ্চিমা দেশগুলোতে সম্পর্কের ছোটোখাটো সমস্যাগুলো এই দিনটিতে মিটিয়ে নেওয়ার রীতি রয়েছে। এতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়।

তাই, সম্পর্ক পুরোনো হোক বা নতুন হোক আজকের দিনটি সঙ্গীর সঙ্গে আনন্দে কাটান। জীবনের যেকোনো পরিস্থিতিতে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিন। দুজনে মিলে একটি সুখের স্বর্গ রচনার প্রত্যয়ে এগিয়ে চলুন।

# সম্পর্কের ক্ষেত্রে সততা গুরুত্বপূর্ণ
বলা হয়ে থাকে যে পৃথিবীতে যদি সবচেয়ে দামি একটা জিনিস থেকে থাকে তা হলো সততা। যেকোনো সম্পর্ককে মজবুত করতে হলে সততা ও বিশ্বাস সবচেয়ে বেশি প্রয়োজন। সম্পর্কের প্রত্যেকেই চায় তাদের সঙ্গী তাদের সঙ্গে সৎ থাকুক। আপনি আপনার সঙ্গীকে প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি তাদের কাছ থেকে কিছু গোপন করবেন না এবং সততার সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন।

# ভালোবাসাকে সম্মান করুন
ভালোবাসা ও শ্রদ্ধা না থাকলে সম্পর্ক নিস্তেজ হয়ে যায়। একটি সম্পর্ককে মজবুত ও সুন্দর করে তুলতে আপনার সঙ্গীকে ভালোবাসার সঙ্গে সম্মান করা খুবই জরুরি। প্রত্যেকেই তাদের সঙ্গীর কাছ থেকে পূর্ণ ভালোবাসা এবং সম্মান পেতে চায়। ভ্যালেন্টাইনস সপ্তাহের এই বিশেষ উপলক্ষে অবশ্যই আপনার সঙ্গীকে ভালবাসা এবং সম্মান করার প্রতিশ্রুতি দেবেন।

# কঠিন সময়ে প্রিয়জনের পাশে থাকা
জীবনের উত্থান-পতনের ধারা চলতেই থাকে। অনেকক্ষেত্রে এমন একটা সময় আসে যখন আমাদের কারও সাপোর্টের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে এই প্রতিশ্রুতি দিবসে, আপনি আপনার সঙ্গীকে প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি প্রতিটি কঠিন সময়ে তাদের পাশে থাকবেন ৷

কথা দেওয়ার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনকে কোনো উপহারও দিতে পারেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!