ঘোষিত সময়ের তিন দিন পর রোববার (৩ মার্চ) থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর করলো সরকার। তবে ১ মার্চ থেকে কেন কার্যকর করা যায়নি, সেই প্রশ্নের সঠিক জবাব নেই বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছে। পণ্যের সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, চলতি সপ্তাহেই ভারত থেকে আসবে পেঁয়াজের চালান।
কোনো পণ্যের শুল্ক বা বিশ্ববাজারে দাম বাড়লে রাতারাতি সেটার প্রভাব পড়ে দেশের বাজারে। কিন্তু কমার সময় চলে টালবাহানা। ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করে ১ মার্চ থেকে সয়াবিন তেলের দাম ১০ টাকা কমানোর ঘোষণা দেয়া হলেও সেটি এখনও কার্যকর হয়নি। এতে আশাহত সাধারণ ক্রেতারা।
এমন পরিস্থিতি বাণিজ্য প্রতিমন্ত্রীর ঘোষণা, ৩ মার্চ থেকেই নতুন দামে মিলবে সয়াবিন তেল। আশা, ভারতের পেঁয়াজ এলে কমে আসবে পণ্যটির দরও। আহসানুল ইসলাম টিটু বলেন, এদিন থেকেই ভোক্তারা প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকায় পাবেন। শিগগিরই ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আসা শুরু হবে। রোজার আগে পণ্যটির দাম কমে আসবে। আমাদের চাওয়া, রমজানে যেন কোনো নিত্যপণ্যই ভোক্তাকে বেশি দরে কিনতে না হয়।