আজ থেকে শুরু হচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সাউথ এশিয়ান চেজ কাউন্সিলের উদ্যোগে এই আয়োজন স্পন্সর কানাডিয়ান ইউনিভার্সিটি ও বাংলাদেশের ক্যাম্পাসে উদ্বোধন করবেন কাউন্সিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি আইজিপি বেনজীর আহমেদ।
বাংলাদেশসহ পনেরটি দেশের ১৭ জন গ্র্যান্ডমাস্টারসহ মোট ৭৪ জন দাবাড়–কে নিয়ে হবে তিনদিনের এই টুর্নামেন্ট। বাংলাদেশের তিনজন জিএম হচ্ছেন- জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন রাজীব। ৬ হাজার ডলারের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পাবেন ১২০০ ডলার। রানারআপ ৮০০ ডলার। এছাড়া স্থানীয় দাবাড়–দের মধ্যে সেরা তিন জনকে দেওয়া হবে যথাক্রমে ৭০০, ৫০০ ও ৩০০ ডলার।
খুলনা গেজেট/এএমআর