আজ শনিবার থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন করাচি কিংস ও কোয়েটা গ্লাডিয়েটর্স। করাচি জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ছয়টি দল নিয়ে এক মাস ধরে চলা এ টুর্নামেন্টের পর্দা নামবে ২২ মার্চ। দ্বিতীয়বারের মতো পুরো টুর্নামেন্ট পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে যাচ্ছে। এর আগে পঞ্চম আসর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। তার আগের চারটি আসর অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।
এবারের আসরের সবগুলো ম্যাচ করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে। তবে করোনাভাইরাসের কারণে যথাযথ স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, সুরক্ষা বলয় ও নিয়মনীতি মেনেই হবে ম্যাচগুলো। সীমিত সংখ্যক দর্শক সুযোগ পাবেন মাঠে প্রবেশ করার এবং সেটা স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ২০ শতাংশ। সে হিসেবে করাচি স্টেডিয়ামে ৭ হাজার ৫০০ ও লাহোর স্টেডিয়ামে ৫ হাজার ৫০০ জন দর্শক মাঠে বসে খেলার দেখার সুযোগ পাবেন।
এবারের আসরে ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত প্রথম ২০টি ম্যাচ করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দিনের বিরতি দিয়ে ২২ মার্চের ফাইনালসহ পরবর্তী ১৪টি ম্যাচ হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসরের মোট প্রাইজমানি ১১২ মিলিয়ন রুপি।
খুলনা গেজেট/এনএম