দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার রোববার (৪ আগস্ট) নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে।
এছাড়া চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিচার বিভাগ।
এছাড়া দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকার ঘোষিত সাধারণ ছুটির তিন দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা গেজেট/এইচ