যত আসন তত যাত্রী, এই নিয়মে আজ মঙ্গলবার থেকে বাস-মিনিবাস চলবে। এর ফলে ভাড়াও কমে যাচ্ছে। অর্থাৎ, করোনার কারণে যে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল, তা বাতিল হচ্ছে। আজ থেকে পুরোনো ভাড়ায় ফিরে যেতে হবে পরিবহণ মালিক ও শ্রমিকদের। এই বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত শনিবার নির্দেশনা জারি করেছে।
এদিকে গণপরিবহেন পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী পরিবহন সংক্রান্ত এক চিঠি খুলনার চারটি মালিক সমিতিকে দিয়েছেন বিআরটিএ কর্তৃপক্ষ। রবিবার (৩০ আগস্ট) ওই পত্র প্রেরণ করা হয়েছে। সমিতির পাশাপাশি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে চিঠিটির অনুলিপি দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আসন সংখ্যার অতিরিক্ত কোন পরিবহন করা যাবে না। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ট্রাক্টর, হেল্পার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান, পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করতে হবে।
এছাড়া যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিস্কার পরিচ্ছন্নসহ জীবানুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। যানবাহনের মালিকগণকে যাত্রীগণের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবানুমুক্ত করার ব্যবস্থা করতে হবে এবং গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।
বিআরটিএ খুলনার সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: আবুল বাসার খুলনা গেজেটকে বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই চিঠি ইস্যূ করা হয়েছে। খুলনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি, খুলনা আন্ত: জেলা বাস মালিক সমিতি এবং খুলনা মোটর বাস মালিক সমিতিসহ আরও কয়েকটি দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এই নিয়ম ভঙ্গ করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
করোনা পরিস্থিতিতে মার্চের শেষ সপ্তাহে বাস–মিনিবাসসহ সব ধরনের গণপরিবহনের চলাচল বন্ধ হয়ে যায়। ১ জুন থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস–মিনিবাস চালু করা হয়। এর জন্য ৬০ শতাংশ ভাড়া বাড়ায় সরকার।
করোনা পরিস্থিতির আগে ঢাকায় কিলোমিটারপ্রতি মিনিবাসে ১ টাকা ৬০ পয়সা এবং বড় বাসে ১ টাকা ৭০ পয়সা ভাড়া নির্ধারিত ছিল। দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ভাড়া ১ টাকা ৪২ পয়সা। ঢাকায় সর্বনিম্ন ভাড়া আছে মিনিবাসে ৫ এবং বড় বাসে ৭ টাকা। আজ থেকে ঢাকাসহ সারা দেশে এই ভাড়া পুনরায় কার্যকর হচ্ছে।
জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে গত এক যুগে একবারই বাস–মিনিবাসের ভাড়া কমেছিল। সেবার সরকার ভাড়া হ্রাসের ঘোষণা দিলেও পরিবহনমালিকেরা তা আমলে নেননি। এবার পরিবহনমালিক ও শ্রমিকেরা কী করেন, তা দেখার বিষয়।
এই বিষয়ে পরিবহনমালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, তাঁরা সারা দেশের পরিবহন কোম্পানি ও মালিকদের চিঠি দিয়ে আগের ভাড়ায় যত আসন তত যাত্রী পরিবহনের নির্দেশনা দিয়েছেন। সরকারি সিদ্ধান্ত অমান্য করলে কঠোর শাস্তি পেতে হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। আজ ঢাকার টার্মিনাল ও রাস্তায় মালিক সমিতির প্রতিনিধিরা সরকারকে সহায়তা করতে মাঠে থাকবে।
এদিকে বিআরটিএ থেকে প্রত্যেক জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়ে সরকারি নির্দেশনা মেনে বাস–মিনিবাস চলছে কি না, তা তদারকির জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুরোধ জানানো হয়েছে। চিঠি দেওয়া হয়েছে পুলিশকেও। এর আগে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সব বিভাগীয় কমিশনার, পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ এবং হাইওয়ে পুলিশের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেছেন। আজ ঢাকা ও চট্টগ্রামে বিআরটিএর আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে সংস্থাটির সূত্র জানিয়েছে।
খুলনা গেজেট / এমএম