আজ রোববার সারা দেশে বৃষ্টি আরও কমে আসতে পারে। আগামী দুই–তিন দিন বৃষ্টি কম থাকবে। তারপর বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, নিচু মেঘ ও আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা খুব বেশি না থাকলেও গরমের কষ্ট বেশি অনুভূত হয়েছে। আগামী দুই–তিন দিন আকাশে মেঘ কমে আসতে পারে। এতে তাপমাত্রা আরও বেড়ে গরমের কষ্ট বাড়তে পারে। তার পর আবারও বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে আজ রোববারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে। তবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, খুলনা ও রংপুরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু–একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
খুলনা গেজেট/এইচ