খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ‍খুলনার আরও ৯৮৭টি পরিবার

আজ তেরখাদার সোনার বাংলা পল্লী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ‍খুলনার আরও ৯৮৭টি পরিবার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯৮৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনার তেরখাদা উপজেলার ‘বারাসাত সোনার বাংলা পল্লীতে’ সরাসরি সংযুক্ত হবেন। তিনি গৃহহীনদের সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী এই পল্লীর উদ্বোধন করবেন।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, সর্বশেষ তালিকা অনুযায়ী খুলনা জেলার মোট ভূমিহীন-গৃহহীন পরিবার রয়েছে ৫ হাজার ৫২৯টি। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৯২২টি, দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৩৫১টি এবং তৃতীয় পর্যায়ে ৯০৬টি পরিবারের মাঝে জমির মালিকানাসহ ঘর হস্তান্তর করা হয়েছে। চলমান চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫৭টি ঘর হস্তান্তর করেছেন। দ্বিতীয় ধাপে বুধবার আরও ৯৮৭টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্য দিয়ে খুলনায় মোট ৫ হাজার ৭৮টি ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসিত হবে। জেলায় অবশিষ্ট ভূমিহীন-গৃহহীন পরিবার থাকবে ৩৭৬টি।

তিনি জানান, এই ধাপে খুলনার রূপসা উপজেলায় ১০০টি, তেরখাদায় ১৮৬টি, ডুমুরিয়ায় ১২০টি, পাইকগাছায় ৬৮টি, দাকোপে ৪২টি, বটিয়াঘাটায় ২৫০টি, দিঘলিয়ায় ৬৬টি, কয়রায় ১০০টি এবং ফুলতলা উপজেলায় ৫৫টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, ২০২০ সালে প্রণয়ন করা তালিকা অনুযায়ী খুলনার দিঘলিয়া উপজেলায় ৩৮১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার ছিলো। বুধবার তাদের সবাই ঘর পাবেন। এতে করে উপজেলাটি ভূমিহীনমুক্ত হবে। তবে হালনাগাদ করলে যদি নতুন কোনো ভূমিহীন পরিবার পাওয়া যায়, তাদেরকেও পরিবর্তীতে ঘরের ব্যবস্থা করা হবে।

 

খুলনা গেজেট/ এইচ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!