আজকের ক্ষুদে বিজ্ঞানীরা আগামী দিনে জাতির নেতৃত্বে থাকবে এবং বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জনে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি তরুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাধারা দেখে অভিভূত হন এবং বিজ্ঞানচর্চার প্রতি প্রশংসা করেন। বাংলাদেশে বিজ্ঞানচর্চার উৎকর্ষতা অর্জনে সরকারি পৃষ্ঠপোষকতা এবং গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ জরুরি, যাতে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগে উৎসাহ প্রদান করা যায়।
খুলনা মহানগরী ছাত্রশিবিরের উদ্যোগে খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম প্রাঙ্গণে এ সাইন্স ফেস্ট-২০২৫ আয়োজন করে। দিনব্যাপী এই আয়োজনে প্রতিযোগীদের প্রজেক্ট প্রদর্শনী এবং বিভিন্ন বিষয়ের বুথ প্রদর্শনীতে দর্শনার্থীদের ঢল নামে। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অভিভূত করে বিচারক প্যানেলসহ উপস্থিত সবাইকে। বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি প্রজেক্ট উপস্থাপন করে দেখিয়েছে যে বিজ্ঞানচর্চার মাধ্যমে কীভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।
খুলনার বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার প্রদর্শনী এবং সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব বৃহস্পতিবার রাতে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান ও এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাফিল হোসেন, ইমরানুল হক, গোলাম মুইজ্জু, আবুল হাসান, ফাহিম হাসান, আদনান মল্লিক, হাফেজ মুজাহিদুল হক, বেলাল হোসাইন, সুলাইমান আবিদ, আসিফ বিল্লাহ, জেই আই সাবিত, খাইরুল বাশার, আহসান হাবিব, সেলিম বিন আব্দুস সালাম, মো. আব্দুল্লাহ, ফারহান তুর্য্য, আব্দুর রশিদ। পরে টাইফুন শিল্পী গোষ্টির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ প্রোজেক্ট শোতে অংশগ্রহণ করে ৭২ টি টিমে মোট ২১২ জন। এখানে পুরস্কার দেয়া হয় প্রথম ১০টি টিমকে। ১ম স্থান অধীকারী টিমকে নগদ ১৭০০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট, ২য় স্থান অধিকারী টিমকে নগদ ১৪০০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট এবং ৩য় স্থান অধিকারী টিমকে নগদ ৮০০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ৪র্থ থেকে দশম স্থান অধিকারী প্রতিটি টিমকে ক্রেস্ট এবং নগদ ১০০০ টাকা প্রদান করা হয়।
রুবিক্স কিউব প্রতিযোগিতায় ১২৭ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১০ জনকে ক্রেস্ট ও নগদ টাকা প্রদান করা হয়। ১ম স্থান অধিকারীকে নগদ ৫০০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট, ২য় স্থান অধিকারীকে নগদ ৩০০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট, ৩য় স্থান অধিকারীকে নগদ ২০০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারী সকলকে নগদ ৫০০ টাকা এবং ক্রেস্ট প্রদান করা হয়। ফান সেগমেন্টের মধ্যে ম্যাথ অলেম্পিয়াডে ১২০ জন অংশগ্রহণ করে, সেখানে ৩ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সুডোক গেমে ২৮ জন অংশগ্রহণ করে। সেখানে ১ম ৩ জনকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
খুলনা গেজেট/ টিএ