সিরিজের শুরু থেকেই ওপেনিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে সৌম্য সরকার। গেল তিন ম্যাচে শুরুতেই খুইয়েছেন তার উইকেট। আজও তার ব্যতীক্রম হয়নি। দলীয় ২৪ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন বাহাতি এ বাংলাদেশের ব্যাটসম্যান। এদিন তিনি ১০ বলে ৮ রান করেন।
আজ টার্নারকে একটা ছয় মারলেন ঠিকই, তবে টিকলেন না এরপর বেশীক্ষণ। জশ হ্যাজলউডের শর্ট অফ আ লেংথের বলে পুল করতে গিয়ে খাড়া ওপরের দিকে ক্যাচ তুলেছেন বাংলাদেশ ওপেনার। অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েছেন। সিরিজের চার ম্যাচে সৌম্য সরকারের স্কোর ২, ০, ২ ও ৮। চার ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২ রান।
এ সিরিজে এখন পর্যন্ত সেভাবে সুবিধা করতে পারেননি মোহাম্মদ নাঈম। জশ হ্যাজলউডের প্রথম ওভারে আজ মারলেন দুটি চার। প্রথমটি পুল করে, পরেরটি কাট করে।
পরের ওভারে অ্যাশটন টার্নারকে জায়গা বানিয়ে লং-অফ দিয়ে ছয় মেরেছেন সৌম্য সরকার। যদিও সেটি অল্পর জন্য গেছে সেখানে থাকা ফিল্ডারের নাগালের বাইরে দিয়ে।
সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। সিরিজের জয়ের পর এবার অজিদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর বাংলাদেশ। যেখানে শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতে টস ভাগ্য থাকল মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। আগের ম্যাচের একাদশটা ঠিক রেখেই দল গড়েছে বাংলাদেশ।
আর অস্ট্রেলিয়া দলে নেই অভিষেক হ্যাটট্রিক করা পেসার নাথান এলিস। একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকেই টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন তিনি। হ্যাটট্রিক করেও আজ (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচে বাদ পড়েছেন এলিস।