খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

আগ‌স্টের প্রথম সপ্তা‌হেও দেশে ক‌রোনার ভয়াল থাবা, মৃত্যু এক হাজার ৭শ’ ২৬ 

নিজস্ব প্রতিবেদক

আগ‌স্টের প্রথম সপ্তা‌হে খুলনাঞ্চ‌লে ক‌রোনায় মৃত‌্যু ও আক্রা‌ন্তের সংখ‌্যা ক‌মে আস‌লেও দে‌শে প্রাণহা‌নি উ‌দ্বেগজনক পর্যা‌য়ে র‌য়ে‌ছে। এসময় ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মারা গেছে (সরকা‌রিভা‌বে রেকর্ড) ১৭ শ’র বে‌শি মানুষ। আর উপস‌র্গে মৃ‌তে‌র সংখ‌্যা যে কত, তার স‌ঠিক প‌রিসংখ‌্যান কা‌রো কা‌ছে নেই।

স্বাস্থ‌্য অ‌ধিদপ্ত‌রের দেয়া তথ‌্যানুযা‌য়ী, আগ‌স্টের প্রথম সপ্তা‌হে দে‌শে ক‌রোনায় মৃত‌্যু হ‌য়ে‌ছে এক হাজার সাত শ’ ২৬ জ‌নের। আর গত এক মাসে (৯ জুলাই থেকে ৭ আগস্ট) মারা গেছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। শুরু থেকে এখন পর্যন্ত ক‌রোনায় দেশে যত মৃত্যু হয়েছে, তার এক-চতুর্থাংশের বেশি হয়েছে এই এক মাসে।

‌দে‌শে ক‌রোনা সংক্রমণের ১৭তম মাসে রোগী শনাক্ত ও মৃত্যুতে একের পর এক নতুন রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) করোনায় সংক্রমিত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা ১৪ দিন ধরে প্রতিদিনই দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, করোনার ডেল্টা ভেরিয়েন্টের (ভারতে উৎপত্তি) দাপটে দেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। অবশ্য গত এক সপ্তাহে শনাক্তের হার কিছুটা কমতে শুরু করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেয়ে বাংলাদেশ অনেক দূরে।

এ অবস্থায় দ্রুততার সঙ্গে বিশালসংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি, বিশেষত মাস্ক পরা নিশ্চিত করতে হবে। অবস্থা বুঝে পর্যায়ক্রমে বিধিনিষেধ শিথিল করতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারণ করতে পারে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!