খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

আগুন কবি

মিজানুর রহমান তোতা

আমি আগুন কবি, ছারখার করি, ঝোপ-জংগল দাউ দাউ আগুনে পুড়িয়ে মারি
আমি আগুন কবি, সব অন্যায় জঞ্জাল সাফ করি, নীতিহীন বিবেককে করি দংশন
আমি চিন্তার আগুন দিয়ে পাপকে পুড়িয়ে মারি, সমাজকে করি আমূল পরিবর্তন
আমি চোখের আগুন দিয়ে শয়তানকে ধ্বংস করি, একাই একশো’ মনে করি নিজেকে
আমি কাউকেই সঙ্গে নিতে চাই না–

আমি একাই লড়ছি, লড়ে যাবো আমৃত্যু।
আলোর আকাঙ্খাকে অন্ধকার, স্বশাসনে দুর্বৃত্তায়ন, নাজেহাল নাগরিক জীবন
এবং সর্বক্ষেত্রে সীমারেখা ভাঙছে, আমি তাদের করবো কুঠারাঘাত
কেউ আমাকে দমাতে পারবে না- থামাতে পারবে না
আমি শকুনের মনোবৃত্তি ধ্বংস করি, বিবেকবান দরজায় কড়া নাড়ি অবিবেচকদের ঘাড় মটকায়।

আমি যুদ্ধের ময়দানে একাই একশো’—
আমি আগুন কবি, আমার কলমে আগুন ঝরে
আমি শিশুদের বন্দিশালার প্রাসাদ বিদীর্ণ করে ইতিহাস গড়বো
আমি দালাল সুদখোর ঘুষখোর ভূমিদস্যু লুটেরা পিশাচদের রুখবো
আমি সব অপরাধের নাড়িভুড়ি টেনে বের করবো, লেলিহানে পুড়িয়ে মারবো
আমি কবি লেখনিতে আগুন ঝরে, কালিকলমে দাসত্বের বেড়াজাল ভাঙবোই ভাঙবো
আমি পুড়াবো চোরা বাঁকগুলো, অন্ধকার দেয়াল ভেঙে আলোর শিখা জ্বালবোই
আমি দুর্বার গতিতে ছুটে চলি, কৃষক শ্রমিক মেহনতি মানুষের কষ্টের কথা বলি
আমি দুঃখী মানুষের দুঃখে দুঃখ ব্যাথা পাই, সমাজের অব্যবস্থায় ধিক্কার জানাই

আমি ভীরুদের লাথি মেরে জাগিয়ে তুলি, যারা অন্যায় দেখে চুপ থাকে তাদের নপুংস বলি
আমি আগুন কবি, হিংসা জ্বালিয়ে দিই, দর্প করি চুর্ণ, ঔদ্ধত্য অহংকার পদদলিত
আমি রক্তচক্ষে দিই আঙ্গুল,বিদ্বেষকে করি বিনাশ,আমি আগুনের আগুন কবি
আমি আপোসহীন সংগ্রামী সমাজের দুর্নীতি, অন্যায় অপকর্মের বিরুদ্ধে রুখি
আমি করো পরোয়া করি না, কারো ধার ধারি না, নির্ভয়ে বুক ফুলিয়ে চলি

আমি চোখের সামনে অন্যায় দেখলে প্রতিবাদ করি, মিথ্যাচারের জিভ টেনে ফেলি
আমি মৃত্যুভয় নয় করি আলিঙ্গন, ইচ্ছার মৃত্যু ও প্রেমের অপমৃত্যুতে নেই হারাবার ভয়
আমি পুড়ে হয়েছি অঙ্গার, ক্ষুধার আগুনে জ্বলেছি, পুড়িয়ে ফেলবো সমাজ ধ্বংসের বীজ
আমি বিদ্রোহী হতে চাই না, এখন আর দ্রোহের বিরুদ্ধচারণে কোন কাজ হয় না
তাই তো ভেবেচিন্তেই বলছি—-
আমি বিদ্রোহী নই আগুন কবি, পুড়িয়ে ছারখার করবোই করবো অন্যায় অনিয়ম যতসব অপকর্ম
আমি প্রবীন কাজকর্মে নবীন, মরার আগে ভূত হব না, দেব শয়তানের আস্তানায় হানা।

আমি আগুন কবি, আমার আগুন পদ্মা মেঘনা যমুনার পানিতে নিভবে না
আমি আরো আগুনের কুন্ডলী হই চোখের পানিতে থেমে যাই নিভে যাই
আমি ওখানে বড়ই দুর্বল, কান্না আমাকে হদয়ে পাথর মারে সজোরে
আমি কলমের আগুনঝরা খোঁচায় নিষ্পেষিত মানুষের হৃদয়মন করতে চাই জয়
আমি আগুন কবি, আগুনেরই মতো দাউ দাউ জ্বলে চিৎকার দিতে চাই আগুন—-আগুন।

আমি সাধুবাদ জানাবো যারা আমার চিন্তার সাথে একমত হয়ে লেখনিতে শক্তি যোগাবে
লেখনির দৃষ্টিভঙ্গিতে নিজেদের জাগিয়ে তুলবে, ভাবনার বর্ণমালা গেঁথে গলায় মালা পরাবো।
জয় হবে আগুন কবির, হবেই হবে জয়, করো না কেউ ভয়
সমাজের সব অন্যায় অপকর্ম ভেসে যাবেই, রোধ হবে ক্ষয়।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!