ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিড়ি সিগারেটের আগুনে এক ব্যবসায়ীর পাঠকাঠির পালা পুড়ে ছাই হয়ে গেছে। রোববার(২০ মার্চ) বিকেল পাঁচটার দিকে শহরের পার্বতীপুর এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম হবিবর রহমান মন্ডল। সে ওই এলাকার আইজুদ্দিন মন্ডলের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুরো পাটকাঠির পালা পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।
ব্যবসায়ী হবিবর রহমান জানান, তিনি পাটকাঠির ব্যবসা করেন। দেশের বিভিন্ন এলাকা থেকে কিনে বাজারে এর পালা করে রেখেছেন। বিকেলে তিনি বাড়িতে ছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গিয়ে দেখেন পালায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এতে তার ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না।
হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, আগুনে পাঠকাঠি পুড়ে ছাই হয়ে গেছে। বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারনা করছেন।
খুলনা গেজেট/ এস আই