খুলনা, বাংলাদেশ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আগুনে কৃষকের ১২ বিঘা পানের বরজ পুড়ে ছাই

গেজেট ডেস্ক 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ বিঘা জমির পান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭ জন পানচাষি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশে পানের বরজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ১টি ইউনটি আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তবাপুর গ্রামের হারুন গাজীর ছেলে আমজেদ আলি, আমজেদ আলীর ছেলে গফফার আলী, হান্নান আলী, নওয়াব আলীর ছেলে আরিফ, আকরাম হোসেনের ছেলে আশরাফুল, হারুন গাজীর ছেলে আনসার গাজী ও বজলুর রহমানের ছেলে শিমুল হোসেন।

স্থানীয়রা জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ জানে না। সকাল ১০টার দিকে আকস্মিকভাবে একটি পানের বরজে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ৭ জন চাষির প্রায় ১২ বিঘার মতো জমির পানের বরজ পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক আমজেদ আলী বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোনো কিছু অবশষ্টি নেই। বরজে সব ধরন্ত পান ছিল।

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আগুনে পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। পরপর দুই দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমরা স্বাভাবিক মনে করছি না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!