খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

নগরীরর তিনটি ওয়ার্ডে বিএনপির অফিস উদ্বোধন

গেজেট ডেস্ক

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, আওয়ামী লীগও আগামী ৫০ বছরে আর বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের দেশে অরাজকতা সৃষ্টি করতে উস্কে দিচ্ছে। শেখ হাসিনার উস্কানিতে দেশে কেউ অরাজকতা করার চেষ্টা করলে এদেশের মানুষ ছেড়ে দিবে না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন। গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করেছে। সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির অন্তর্গত ৭. ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর কোন দেশে স্মরনকালে কোন স্বৈরাচারী সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি।
কাজী তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরশিদ কামাল।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, নুর ইসলাম বাচ্চু, কে এম এ জলিল, জয়নাল আবেদীন, খবির উদ্দীন, আনসার আলী, ইকবাল খন্দকার, রাসেলুজ্জামান, রাজাউর রহমান প্রিন্স, আল আমিন রতন, আল আমিন লিটন, মাহবুব হোসেন, গোলাম নবী, বাবু শেখ, আকসির হোসেন সাজু, জামাল শেখ, জাহিদুল ইসলাম স্বপন, ফারুক সরদার, ইউনুস আলী, রুবেল শেখ, হান্নান মোড়ল, নারায়ন মিশ্র, এহসানুল হাসান শিথিল, মাফিজুর রহমান প্রমূখ। খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!