করোনা পরিস্থিতির মধ্যেই কঠোর স্বাস্থ্যবিধি মেনে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করেছেন। তবে যুবাদের এখনও মাঠে নামা হয়নি। আগামী বিশ^কাপকে সামনে রেখে যুবাদের ক্যাম্প আগামী মাসেই শুরু করার পরিকল্পনা করছে বিসিবি। এক্ষেত্রে বিকেএসপি অথবা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই বিসিবির পছন্দ ছিলো। তবে বিকেএসপিতে ক্যাম্প করার অনুমতি পায়নি বিসিবি। ফলে আগামী মাসে সিলেটে শুরু হতে পারে বাংলাদেশ যুব ক্রিকেট দলের ক্যাম্প। বিসিবির গেম ডেভলেপমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জুনিয়র টাইগাররা এখন বিশ্ব যুব ক্রিকেটে বিশ্ব সেরা। খুব স্বাভাবিকভাবেই এ শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে হাত পা গুটিয়ে বেশি দিন বসে থাকার সুযোগ নেই। সে উপলব্ধি থেকে যুবাদের দায়িত্বে থাকা গেম ডেভেলপমেন্ট কমিটি প্রধান জানিয়েছেন, তারা আগস্টের মাঝামাঝি যুব দলের অনুশীলন শুরুর কথা ভাবছেন।
তবে ভেন্যু সমস্যার কারণে তা শুরু করতে বেগ পেতে হচ্ছে। বিস্তারিত জানিয়ে সুজন বলেন, ‘আমরা হয়তো আগস্টের ১৬-১৭ তারিখ থেকে সিলেটে অনুশীলন শুরু করতে পারি। আমরা বিকেএসপিতে ক্যাম্প করার চেষ্টা করছি। কিন্তু বিকেএসপি মনে হয় না পাবো। বিকেএসপি পেলে খুব ভাল হতো।’
‘তাই আমরা বিকল্প ভেন্যু চিন্তা করছি। সিলেট আছে। কক্সবাজারের কথাও ভাবা হচ্ছে। মিরপুরকেও বিবেচনায় রেখেছি। যেটা হয়, যেখানে লকডাউন করতে পারি। এর যেকোনো একটাকে বেছে নিতে হবে। পাশাপাশি বিকেএসপিও চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সুজন আরও জানান, ‘কক্সবাজারে এখন দুটি সমস্যা। সেখানে ইনডোর নেই। আর এখন ভর বৃষ্টির মৌসুম। প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। কাজেই বৃষ্টিতে খোলা আকাশের নিচে অনুশীলন করা কঠিন। ইনডোর ছাড়া উপায় নেই। সেদিক থেকে সিলেট বেটার অপশন। সিলেটে স্টেডিয়াম কমপ্লেক্সেই আধুনিক ইনডোর আছে। আর অল্প দুরত্বে পর্যটনের হোটেলও আছে। কাজেই হয়তো সিলেটই হতে পারে সম্ভাব্য প্র্যাকটিস ভেন্যু।’
খুলনা গেজেট/এএমআর