২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করবে সৌদি সরকার। ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ শুরু হয়ে সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে ভিসা ইস্যু। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।
বুধবার (২ আগস্ট) সকালে ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সৌদি সরকারের বরাত দিয়ে এসব তথ্য জানান ধর্ম সচিব।
২০২৪ হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাব নেতারা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলরসহ (হজ) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেডি