খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি
খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সভা

আগামী নির্বাচন হতে হবে তত্তাবধায়ক সরকারের অধীনে

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, সরকারের পরিচালনায় অযোগ্য-অর্থব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নয়; আগামী জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরেপক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনেই। সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে; তবে লুটপাটে সিদ্ধহস্ত। আন্তর্জাতিক চাপে সরকার এখন টালমাতাল। তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আসন্ন আন্দোলন বেগবান করতে খুলনা জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিট কমিটিগুলো ঢেলে সাজাতে হবে। সে লক্ষ্যে আগামী ৩০দিনের মধ্যে ফুলতলা, ডুমুরিয়া, তেরখাদা, দিঘলিয়া, রূপসা উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হবে।

জেলা বিএনপির ১১টি ইউনিটে তথ্য সংগ্রহ ফরম বিতরণ সফলভাবে সম্পন্ন করতে হবে। প্রত্যেকটি ইউনিটে যুগ্ম-আহবায়কসহ সদস্যদের সমন্বয়ে তদারকি টীম গঠন করা হবে। সকল কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি করা গঠন এবং একই সাথে ওয়ার্ড থেকেই তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু হবে।

সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

যুবদলের কর্মসূচি শেষে বাড়ী ফেরার পথে রাজনৈতিক নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে আহতদের সুস্থ্যতা কামনা করেছেন নেতৃবৃন্দ। একই সাথে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি করা হয়েছে।

জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোল্যা খায়রুল ইসলাম, আব্দুর রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবীর, কেএম আশরাফুল আলম নান্নু ও এনামুল হক সজল, চৌধুরী কওছার আলী, ডাঃ আব্দুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, ওয়াহিদ হালিম ইমরান, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াছ মল্লিক, আলী আজগর, মোঃ হাফিজুর রহমান, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, মোঃ ইকবাল শরীফ, আরিফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, রফিকুলইসলাম বাবু, রুম্মন আজম, হাসনাত রিজভী মার্শাল, ইঞ্জিনিয়ার মনির হাসান টিটু, হাবিবুর রহমান রিটু, আবুল বাশার, গাজী আব্দুল হালিম, দিদার হোসেন দিদার, ইবাদুল হক রুবায়েত, জাফরী নেওয়াজ চন্দন, সামসুল বারিক পান্না, মোল্লা সাইফুর রহমান, আব্দুল মান্নান, এসএম এনামুল হক, মোঃ মোজাফ্ফর হোসেন, এসএম এমদাদুল হক, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, মোল্যা কবির হোসেন, আতাউর রহমান রনু, আঃ মান্নান মিস্ত্রি, খান ইসমাঈল হোসেন, গোলাম মোস্তফা তুহিন, আজিজুল ইসলাম ও আবুল কালাম প্রমুখ।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!