খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ
  জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মির্জা ফখরুল
  আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোত্তম: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল: মনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, জনগণের সমর্থন পেলে আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফায় জনগণের সমর্থন নেওয়া, আস্থা অর্জন ও ধরে রাখার দায়িত্ব আমার, আপনার, আপনাদের সকলের। জনগণকে আস্থায় রাখতে হলে সকলকে নিয়ে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। কারন আপনারা প্রত্যেকে বিএনপির নেতা, অ্যাম্বাসেডর, বিএনপির প্রতিনিধি।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে সোনাডাঙ্গা থানার ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণ মানুষকে জানাতে হবে বিএনপি কী চায়, জনগণের জন্য কী ভাবে, ছাত্রের জন্য কী ভাবে, নারীদের জন্য কী ভাবে, কৃষকের জন্য কী ভাবে, শ্রমিকের জন্য কী ভাবে, তা হলে জনগণের সমর্থন আমাদের ওপর থাকবে না।

তিনি আরও বলেন, তবে দেশের ইতিবাচক পরিবর্তন আনতে এবং ৩১ দফা বাস্তবায়নের জন্য দলীয় নেতা-কর্মীদের এখনই প্রস্তুত হতে হবে ও মানসিকতা পরিবর্তন করতে হবে। বিএনপিকে হেয় করতে বিভিন্ন মহল দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে। আমরা রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করব। তবে জনগণের আস্থা বজায় রাখা আমাদের দায়িত্ব। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে যে, আমরা পরিবর্তন আনতে পারব।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ ও বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই। চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশ-সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে যে যে ধর্মে বিশ্বাস করুন, তাদের নিরাপত্তা দিতে হবে। আমাদের বিশ্বের সঙ্গে তাল দিয়ে এগিয়ে যেতে হবে। জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ বিনির্মাণের লক্ষ্যে মেধার সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে।

১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, মজিবর রহমান, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, আশরাফ আলী কিনু, জামাল উদ্দিন তালুকদার, অসীম কুমার মাষ্টার, মিজানুর রশিদ, আসাদুজ্জামান হারুন, মনিরুল ইসলাম মনিরম দেলোয়ার হোসেন খান, কাজী শাহীন, মেহেদী হাসান বাবু প্রমূখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!