খুলনা, বাংলাদেশ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ১০ মার্চ, ২০২৫

Breaking News

  ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আইন উপদেষ্টা
  কোনো বাধা ছাড়া মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের, শিশুটির বড়বোনকেও নিরাপত্তা দেয়ার নির্দেশ

আগামী নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে : হেলাল

তেরখাদা প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাস-চাঁদাবাজদের কোন স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সাথে সংযোগ রাখতে হবে। দলমত নির্বিশেষে সকলকে নিয়েই তেরখাদাকে মডেল উপজেলা গড়বো আমরা। শান্তির তেরখাদা গড়ে তোলার জন্য যা যা দরকার সকলে একসাথে মিলে তাই করবো। আগামী নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। তাই সকলকে এক হয়ে জনগনের পাশে থাকার আহ্বায়ন জানান তিনি।

রবিবার (৯ মার্চ) তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা বিএনপির উদ্যোগে এতিম ও সুধিজনের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ইফতার অনুষ্ঠানে বিএনপিসহ সমমনা দলের নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলীর সভাপতিত্বে ও সদস্য চৌধুরী ফখরুল ইসলাম বুলুর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা যুব দলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা বিএনপি নেতা মোল্যা খায়রুল ইসলাম, জেলা স্বোচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি নেতা এনামুল হক সজল, মোল্যা এনামুল কবির, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা রবিউল হোসেন, মোল্যা মাহাবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, শেখ ইউসুফ আলী, আবুল কালাম লষ্কর, মিল্টান মুন্সি, এবাদুল শিদকার, খান মোস্তাক আহমেদ, আজিজুর রহমান আজিবার, শেখ ইমদাদ হোসেন, কামাল উদ্দীন লষ্কর, আবুল হোসেন বাবু মোল্যা, এস কে নাসির আহমেদ, আবুল বশার, খান গিয়াস আহমেদ, সাইফুল ইসলাম মোড়ল, মোবাশ্বের আলম, তৌহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, গোলাম মোস্তফা ভুট্টো, ফেরদাউস মোল্যা, জামাল বিশ্বাস, উপজেলা জামায়াতের আমীর মাওঃ শেখ হাফিজুর রহমান, সেক্রেটারী মু. নাহিদ হাসান, জামায়াত নেতা, মাওঃ আব্দুস সালাম জিহাদী, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, শেখ অহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সি, শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী, শাবু মোল্যা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, চৌধুরী আসাবুর, ইয়ামিন শেখ, মহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী, মহিলা দলনেতা কহিনুর বেগম, ফাতেমা খাতুন, বিথি বেগম সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!