খুলনা, বাংলাদেশ | ১১ মাঘ, ১৪৩১ | ২৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নগরীর শেখপাড়া তেতুলতলায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্নব কুমার সরকার গুলিতে নিহত

‘আগামী নির্বাচনে ইসলামী দলের একক ভোটবাক্স থাকবে’

গেজেট ডেস্ক 

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলো এক হচ্ছে এবং একক ভোটবাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)।

তিনি বলেন, বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে সিঁড়ি বানিয়ে বার বার ব্যবহার করেছে। আর এটা হতে দেওয়া যাবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায়। এবারের নির্বাচনে যেন সব ইসলামী দলগুলোর একটি মাত্র ভোটবাক্স হয় এবং দলগুলোর মধ্যে নির্বাচনী জোট হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণে নয় ইসলামের বিজয়েই দেশবাসির মুক্তি নিহিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও ২৪-এর গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জনমত গড়ার আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরেও আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। এই লম্বা সময় ধরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তাদের অনেকেই রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে বিশ্ব দরবারে বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার খেতাব অর্জন করেছে।

পাশাপাশি দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

একই সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলা গড়তে হলে দায়িত্বশীল কর্মীদেরকে ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে হবে। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ব্যাপক জনমত গঠন করতে হবে।

একটি দল বর্তমান সরকারের কাছে বিশেষ সুবিধা পাচ্ছে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য জুলাই-আগস্টের অভ্যুত্থান হয়নি। জুলাই বিপ্লবে অন্যতম শক্তি ছাত্র-জনতার সাথে বিএনপি বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। এ বাকবিতণ্ডা আমাদের ভাবিয়ে তুলছে। এতে করে নতুন শঙ্কা তৈরি হয়েছে।

সম্মেলন শেষে আগামী ২০২৫-২৬ সালের জন্য সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমকে সভাপতি ও আবদুল আউয়াল মজুমদারকে সেক্রেটারি করে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!