খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

আগামী আইপিএলেও খেলবেন ধোনি!

ক্রীড়া প্রতি‌বেদক

আইপিএলের চলমান আসরে বাজে সময় কাটছে চেন্নাই সুপার কিংসের। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও আছেন নিজের ছায়া হয়ে। রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায় অধিনায়ক বদলেও ভাগ্য ফেরেনি সিএসকে’র। ৯ ম্যাচে মাত্র ২টি জয় পেয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে সিএসকে।

আগামী বুধবার নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে ম্যাচটি জিততেই হবে। কিন্তু এমন আবহেই প্রশ্ন উঠছে, আগামী আইপিএলে কি খেলবেন ধোনি? উত্তর দিয়েছেন সিএসকের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।

রায়না তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘আশা করি আগামী মৌসুমে সিএসকে আরও ভালো পরিকল্পনা করবে। ধোনিও আরও একটা মৌসুম খেলবে।’ চলতি আইপিএলে ধোনির খারাপ ফর্ম নিয়ে চর্চা চলছে ক্রিকেট মহলে। অনেকে আবার এও বলছেন, অবিলম্বে জায়গা ছেড়ে দেওয়া উচিত সিএসকে অধিনায়কের। আগামী বছর ধোনির বয়স হবে ৪৪। তাই প্রশ্ন উঠছে, কতটা নিজেকে ফিট রাখতে পারবেন ধোনি?

এবার চেন্নাইয়ের দল গঠন নিয়েও নানান প্রশ্ন উঠেছে। ‘দুর্বল’ দল গঠনে ধোনির ভূমিকা ছিল বলে অনেকের অভিযোগ। যদিও এ ব্যাপারে সিএসকে অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন রায়না। তার স্পষ্ট জবাব, ‘কোনো ক্রিকেটারকে দলে নেওয়ার সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। তাতে ধোনির কোনও হাত ছিল বলে মনে হয় না। তাই কেউ যদি ভেবে বসেন সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনির ভূমিকা রয়েছে, সেটা ঠিক নয়।’

রায়নার আশা, চলতি আইপিএলের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের বছর দল তৈরি করবে সিএসকে। প্রসঙ্গত, এবারের আইপিএলে উইকেটের পেছনে তাঁকে আগের মতো সাবলীল মনে হলেও ব্যাট হাতে সেই আগের ধোনিকে ধারাবাহিকভাবে স্বচ্ছন্দে পাওয়া যায়নি। নামছেনও অনেকটা পরে। ৯ ম্যাচে মোটে ১৪০ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪২।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!