খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত
  লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে

আগামী বছর বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু ভারতের

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ৫ বছর পর আবারো আইসিসির কোন ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে ভারত। ইতোমধ্যে এই টুর্নামেন্টের দিনগণনা শুরু করেছে দেশটি। টুর্নামেন্টটি আয়োজনের জন্য ভারত প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল অষ্ট্রেলিয়ার এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারনে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করতে বাধ্য হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই পূর্ব নির্ধারিত সূচি আনুযায়ী ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক হতে যাচ্ছে ভারত।

কিন্তু ভারতে করোনাভাইরাস পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। তাই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কা তৈরী হবার সম্ভাবনা রয়েছে। তবে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটির আয়োজক হতে প্রস্তুত আছে তারা, এমনটাই জানিয়েছেন সৌরভ। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে পারা ভারতের জন্য সম্মান বয়ে আনবে বলেও বিশ্বাস সাবেক এই অধিনায়কের।

সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি খেলোয়াড় হিসাবে আইসিসি ইভেন্টের অংশ হতে পেরেছিলাম। আমার অভিজ্ঞতা থেকে জানি যে বিশ্বজুড়ে এই ক্রিকেট আসরটি কতটা জনপ্রিয়। সারাবিশ্বের লক্ষ লক্ষ লোক প্রতিটি খেলা দেখে। আমি এখন প্রশাসনিক কর্তা হিসাবে আমার ভূমিকা পালনের অপেক্ষায় আছি। আমরা এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজক হতে প্রস্তুত।’

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারো ভারতে বিশ্বকাপ আয়োজনের জন্য মুখিয়ে আছে আইসিসি। একটি সুরক্ষিত ও সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য বিসিসিআইয়ের সঙ্গে কাজ করে যেতেও দূঢ় প্রত্যয়ী তারা। এমনটাই জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মানো সোহানি।

এ বিষয়ে তিনি বলেন, ‘২০১৬ সালের পর আবারো ভারতে টুর্নামেন্টটি আয়োজনের জন্য আমরা খুবই উম্মুখ হয়ে আছি। আমরা একটি সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য বিসিসিআইয়ের সঙ্গে একত্রে কাজ করে যাচ্ছি। কেননা টুর্নামেন্টটি নিরাপদ এবং সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যাতে বিশ্বব্যাপী ভক্তরা এসে টুর্নামেন্টটি উপভোগ করতে পারেন।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!