খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো, একদিনে ২৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে।

আর, ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮৫১ জন। দেশে মোট ২ লাখ ৫২ হাজার ৫০২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। দেশে করোনা শনাক্ত হওয়ার ১৫২ তম দিনে বুধবার কোভিড-১৯ রোগীর সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!