১.
যা কিছু পেয়েছি জীবনে, প্রভু তোমারই মহিমায়
হৃদয় ভরে সদা, স্মরি – হে প্রজ্ঞাময়, প্রেমময়
তোমায়।
সুখে-দু:খে হৃদয় দুয়ারে যা কিছু আছে –
জীবন পরিক্রমায়।
শতো আশায়, শতো আকুলতায় আমার দিন গুজরান
সকল সফলতা, কাজের বরকত শুধু –
আরাধনায় তোমারই দয়ায়, সকল ভরসায়।
দিবস রজনী আকাশ পানে চেয়ে দেখি
কতো সুন্দর তোমার সৃষ্টিজগত, বৃক্ষলতা, নীল
আকাশ, এই নীলাভ শুভ্র-গ্রহ তারায়।
জীবনকুঞ্জে, আলোকিত জীবনের তরঙ্গ, নদীর স্রোত
সাগর-মোহনায়, কখন যে গড়িয়ে যায় ..।
– গোধূলি সন্ধ্যা’ – কভু জোয়ার ভাটায়।
আড়ম্বর বিলাসভূষণ আকাঙ্ক্ষা কভু যেনো
হাহাকারে ভরে যায়।
তিমির রাত্রির অমাবস্যার অন্ধকার, জাল –
– বুনে, জীবন-সায়াহ্ন -ঝড়ো হাওয়ায়।
মহুয়ার উত্তাল বনে, জীবন কুঞ্জে
কতো ফুল ফোটে, কভু ধীরে ধীরে ঝরে যায়
জীবন কুঞ্জে বাসনাগুলিও সহসা হারিয়ে যায়।
– কখন যে জীবন সায়াহ্ন এসে যায়।।
২.
সালাতে মুনাজাতে আল্লাহ রাসূল (সা:)
স্মরণে – হৃদয়ের ধ্যানে, শতো –
ভালোবাসায়, আরাধনায়। জীবনের
সকল চাওয়া পাওয়া, অসম্ভব সফলতায়।
– কেবল প্রভু তোমারই – অনন্ত
দয়ায়। “”হালাল রুজীতে” জীবনের
কতো যে আনন্দ, জীবনের সোপান
– আলোকলতায়।
কাননে শতো ফুল ফোটে, শৈশব
স্মৃতি, বাড়ীর আঙিনায় – পিতৃমাতৃ
স্নেহের – শতো মায়া ভরা আকুলতায়।